Connecting You with the Truth

যৌতুকের বলি গৃহবধূ

হালুয়াঘাট প্রতিনিধি: 

ময়মনসিংহের হালুয়াঘাটে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।  পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে । মামলা সূত্রে জানা যায়, গৌরীপুর থানার ৯ নং ভাংনামারী ইউনিয়নের বারমারী গ্রামের মোছাঃ জীবন নাহার (২১) হালুয়াঘাট উপজেলার ৮ নং নড়াইল ইউনিয়নের বাসাবন্ধ গ্রামের হারিছ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৩) এর সাথে দীর্ঘ ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জীবন নাহারের উপর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করতে থাকে তার শ্বশুর বাড়ির লোকজন। ঈদের পূর্বে গত ২৭ জুলাই  ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তার পিত্রালয়ে চলে যায়। এক সপ্তাহ পর স্বামী ইউসুফ আলী তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যায়। স্ত্রী জীবন নাহার তার স্বামীর সাথে না আসতে চাইলে, ইউসুফ আলী তার একমাত্র কন্যা সন্তান রাবেয়া (১১) কে কোলে নিয়ে স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেয়। পরে শ্বশুর বাড়ির লোকজন নিরুপায় হয়ে জীবন নাহার কে স্বামীর সাথে পাঠিয়ে দেয়। প্রায় ১৫ দিন পর গত ১৯ আগস্ট গৃহবধূ  জীবন নাহার তার শ্বশুর বাড়ির লোকজন বিকাল ৩ টায় অচেতন অবস্থায় হালুয়াঘাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গ্রেফতারকৃত হারিছ উদ্দিন জানায়, হঠাৎ তার পুত্রবধূ অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসি। এই বিষয়ে জীবন নাহারের পিতা আবু হানিফ বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২০/১৭৫। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই ফয়জুর রহমান জানান, উক্ত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।

Comments
Loading...