দেশজুড়ে
যৌতুকের বলী নববধূ, স্বামী আটক
লালমনিরহাট প্রতিনিধি:
বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় যৌতুকের বলী হয়েছেন বুলবুলি বেগম (১৯) নামে এক নববধূ। তাকে হত্যার অভিযোগে তার স্বামী এরশাদুল হককে (২৪) আটক করেছে পুলিশ। বুধবার গভীররাতে এ ঘটনা ঘটে। বুলবুলি একই ইউনিয়নের গোবর্ধন বাহাদুর পাড়ার আব্দুল মতিনের মেয়ে। আটক এরশাদুল চওড়াটারী গ্রামের আব্দুর রশিদের ছেলে। আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, মাত্র ১৫ দিন আগে এক লাখ টাকা যৌতুক দেওয়ার শর্তে আব্দুল মতিন তার মেয়েকে এরশাদুলের সঙ্গে বিয়ে দেন। সামর্থ না থাকায় বিয়ের ১৪ দিন পার হলেও সে টাকা দিতে পারেন নি তিনি। বিয়ের পর থেকে এরশাদুল টাকার জন্য তার স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। এদিকে, বিয়ের পর প্রথমবারের মতো বুধবার দুপুরে বুলবুলি স্বামীর সঙ্গে বাবার বাড়ি বেড়াতে আসে। এদিনও যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হন এরশাদুল। এ অবস্থায় রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর এরশাদুল ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত বুলবুলিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে, এসময় বুলবুলির চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে এরশাদুল পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বুলবুলির মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে এরশাদুলকে তার চাচার বাড়ি থেকে আটক করে পুলিশ।
বেলা সাড়ে ১১টায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরশাদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস