Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের পীরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

images (9)পীরগঞ্জ সংবাদদাতা:
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা অভিযুক্ত আব্দুর রহিম ওরফে লিটনকে (২৬) আটক করে পুলিশে সোর্পদ করেছে। সে উপজেলার রায়পুর ইউপির ধনশালার মৃত আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে আব্দুর রহিম ওরফে লিটন পূর্ব পরিচয়ের সুযোগে লালদীঘি গার্লস একাডেমির নবম শ্রেণির এক ছাত্রীকে উপজেলা সদরের আশিক ছাত্রাবাসে নিয়ে আসে। এক পর্যায়ে ওই ছাত্রাবাসে অবস্থানরত ২ সহযোগির সহায়তায় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীটির চিৎকারে ঘটনাটি পথচারীদের দৃষ্টিগোচর হলে বিক্ষুদ্ধ জনতা ছাত্রাবাসটি ঘেরাও করে। এ সময় জনতা ধর্ষককে আটক করলেও সহযোগিরা পালিয়ে যায়। পরে পুলিশ লিটনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.