রংপুর প্রতিনিধি: রংপুরে একাডেমিক সৃজনশীল কোচিং সেন্টারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বরণ করে নিল ৩য় বর্ষকে। নগরীর আশরতপুর চকবাজারে একাডেমিক সৃজনশীল কোচিং সেন্টারের পরিচালক মো. রাজু আহম্মেদের আয়োজনে ও বিশিষ্ট সাংবাদিক মো. চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অবিভাবক মো. ফিরোজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভাবক মো. হায়দার আলী, অবিভাবক ও সাংবাদিক মকবুল হোসেন সরকার, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলামপ্রমুখ।
দিনব্যাপী নানান আয়োজনে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম অধ্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যহ্নের বিরতির পর ২য় অধ্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, পি,এস,সি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক, এলকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।