Connecting You with the Truth

রংপুরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

duggaহাসান আল সাকিব, বিশেষ প্রতিনিধি: আর কিছু দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এই পূজাকে ঘিরে রংপর সদর উপজেলা সহ পুরো রংপুর জুড়ে চলছে প্রতিমা তৈরির ধুম। ফলে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা।
এবার রংপুর সদর উপজেলায় প্রায় ১৫০ টির মতো মন্দিরে দুর্গাপূজা পালিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ। পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। দম নেওয়ারও ফুসরত নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ।
উপজেলার ইউনিয়নগুলোতে সরেজমিন ঘুরে একই চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। নিজের সন্তানের মতো অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষী কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। হৃদয়ের ভালবাসায় চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

Comments
Loading...