Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজব, গ্রেপ্তার-৫


রংপুর প্রতিনিধি:
বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে রংপুর নগরীর জিএলরায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল আসিক সরদার (২০)আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০) তানজিলুর রহমান তামিস(২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।
আজ শনিবার দুপুরে ডিবি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা, আবদুল আলীম মাহামুদ।
গ্রেপ্তারকৃতরা ফেস বুকে গুজব ছড়িয়ে পোস্ট করে “রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসি করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে” পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোন সময় ধাপ এলাকা লক ডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান। তারা এই মিথ্যা পোস্টটি ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ায়। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুক্রবার রাতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক’র নেতৃত্বে অভিযান চালানো হয়। রংপুর নগরীর জিএলরায় রোড হতে সমির ঘোষকে গ্রেপ্তার করা হয়। বাকি ৪ জনকে সুন্দরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.