Connecting You with the Truth

রংপুরে কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

image_173595.rangpur kk pic_2 10.01

 

 

 

 

 

 

 

রংপুর অফিস:
গুনী শিক্ষককে সম্মাননা প্রদান, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে পালন করা হয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বেলা ১২টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও এবং শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবার রহমানকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁকে উত্তরীয় পড়িয়ে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি মেয়র। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের সাংদিকতা বিভাগের শিক্ষক ও কালের কণ্ঠের রংপুর ব্যুরোপ্রধান তাবিউর রহমানের সভাপতিত্বে জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ‘রংপুরের উন্নয়নে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে তাদেরকে আরো ভূমিকা রাখতে হবে।’ দেশের জনপ্রিয় এই দৈনিকের জন্মদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সিদ্দিকুর রহমান, এনটিভির মঈনুল হক, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম এর শাহাজাদা মিয়া আজাদ, সমকালের ইকবাল হোসেন, চ্যানেল আইয়ের মেরিনা লাভলী, ভোরের কাগজের হাসান গোর্কি, কালের কণ্ঠের বদরগঞ্জ প্রতিনিধি ছাইদুল হক সাথী, যায়যায়দিনের আবেদুল হাফিজ, যুগের আলোর নজরুল মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, শুভসংঘ বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয় শাখার সভাপতি ইনমানুয়েল মুরমু জ্যাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালের কণ্ঠের বিজ্ঞাপন এক্সিকিউটিভ আরমান হোসেন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠের এই আয়োজনে অতিথিদের শুভেচ্ছা জানান কালের কণ্ঠের ফটো সাংবাদিক জাহিদ হোসেন লুসিড। এছাড়াও এই আয়োজনে সহায়তা করে কালের কণ্ঠ শুভসংঘ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ শাখার সদস্যরা।

Comments
Loading...