আমিরুল ইসলাম, রংপুর: অমর একুশের প্রথম প্রহরে রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ। শনিবার রাত ১২ টা ০১ মিনিটে রংপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় তার সাথে ছিলেন জাপার কো-চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীবৃন্দ।
এরশাদের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রসাশক, প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমা্ডার, আ’লীগের অঙ্গসংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মহান শহীদ দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রিয় শহীদ মিনার ব্যাপক আলোকসজ্জা করা হয় এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় প্রস্তুত ছিল।