রংপুর পীরগাছায় কয়েলের আগুনে পুরে ছাই হয়েছে একটি মুদি দোকান ও দুটি রুম
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা বাজারে গত বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, উক্ত দামুরচাকলা বাজারের সিঙ্গারকুরা মাদ্রাসার প্রিন্সিপাল মো. ফজলুল হক কাজী’র মার্কেটের ভাড়া দেওয়া একটি মুদির দোকান ও দোকান সংলগ্ন দুইটি রুমের দরিদ্র শামসুল হক ও শ্রী মধুসুধন বিশ্বাস এর ঘরে অন্যান্য দিনের মত মশা তারানোর জন্য কয়েল জালিয়ে দেয় । ঐ কয়েলের আগুন থেকে মুদির দোকান থেকে শুরু হয়ে দুটি রুম পর্যন্ত অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফলে ঐ ভয়াবহ অগ্নিকান্ডে মুদির দোকানের বিভিন্ন আইটেমের মালামাল ও দুই রুমের আসবাব পত্র অফিসিয়াল কাগজ পত্র সহ ১৩ লক্ষাধিক মালামাল পুরে ছাই হয়ে যায়। এঘটনায় শামসুল হক ও শ্রী মধুসুধন বিশ্বাস তার পরিবার শোকে মর্মাহত হয়ে পরেছে। আগুনে পুরে ক্ষতিগ্রস্থ ঐ পরিবার দুটিকে সরকারি বা বেসরকারি কোন সংস্থা সাহায্য সহোযোগিতা করেনি। ফলে ঐ ক্ষতি গ্রস্থ দুই পরিবারের লোকজনেরা এ রির্পোট লেখা পর্যন্ত খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।