Connecting You with the Truth

রংপুর মিঠাপুকুরের বলদিপুকুর সেন্টমেরিস আদিবাসি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি:

আজ বলদিপুকুর সেন্টমেরিস আদিবাসি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি: মার্কুস এক্কা, সভাপতি শ্রদ্ধেয় ফাদার মাইকেল তিগ্যা, বিশেষ অতিথি: জেমস লাকড়া, প্রধান শিক্ষিকা, শিক্ষক, ও অবিভাবকবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বলদিপুকুরে ক্যাথলিথ মিশন পরিচালিত সেন্টমেরিস আদিবাসি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। শ্রেণীকক্ষ সংকট ও শিক্ষার মান উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ফাদার মাইকেল তিগ্যা বিনা খরচে শত শত শিক্ষার্থীকে পড়াশুনায় সার্বিক সহযোগীতা করতে পেরে গর্ববোধ করেন ও নতুন শ্রেণীকক্ষ তৈরী করার ব্যাপারে ক্যাথলিথ মিশন কর্তৃপক্ষ উদ্দোগী হবেন বলে অভিমত প্রকাশ করেন। প্রধান শিক্ষিকা বলেন সম্পুর্ন বিনা খরচে সাত শতাধিক শিক্ষার্থীকে তারা পড়াশুনা করাতে পেরে গর্ববোধ করছেন। ছাত্র ছাত্রীর সংখ্যা অনুযায়ী তিনি শ্রেণীকক্ষ সংকটের কথা উল্লেখ্য করেন এবং তিনি শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীসহ সবার সহযোগীতা কামনা করেন। পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরন করেন।

Comments
Loading...