দেশজুড়ে
রংপুর মেডিকেল মোড়ে বাসস্ট্যান্ড বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ
রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল মোড়ে বাস স্ট্যান্ড বহাল রাখার দাবিতে মঙ্গলবার সকালে রংপুর-সৈয়দপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। এ সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বাস শ্রমিকরা জানায়, রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে পরিত্যক্ত স্থানে দীর্ঘদিন ধরে রংপুর-দিনাজপুর-নীলফামারী-ঠাকুরগাও-পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে চলাচলকৃত বাসগুলো অবস্থান করে যাত্রী উঠা নামা করে । কিছু সময়ের জন্য অবস্থান করে তাদের গন্তব্যে যাতায়াত করতো। কিন্তু মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ কাটাতারের বেড়া দিয়ে পুরো এলাকা বন্ধ করে দেয়। তারা ঘোষণা দেয়, ওই এলাকায় শুধু স্কুলের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি অবস্থান করতে পারবে না। এ ঘটনায় বিআরটিসি বাসসহ ওই সড়কে চলাচলকারী সকল বাসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বিআরটিসি বাসের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা বুলবুল আহাম্মেদ জানান, তারা দীর্ঘদিন ধরে মেডিকেল মোড়ে তাদের বাস কিছুক্ষণের জন্য অবস্থান করে যাতায়াত করে আসছে। একইভাবে বেসরকারি মালিকানাধীন বাসগুলোও মেডিকেল মোড়ে কিছু সময়ের জন্য অবস্থান করে যাতায়াত করছে। এতে করে ওই এলাকায় কোনো যানজটের সৃষ্টি হয় না দাবি করে তিনি বলেন, কোন ঘোষণা ছাড়াই স্কুল কর্তৃপক্ষ ওই এলাকা কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখে তাদের বাসগুলোকে অবস্থান করতে দিচ্ছে না। ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া জানান, অনেক দিন ধরে বাসগুলো সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করে কথাটি ঠিক। কিন্তু কর্তৃপক্ষ তাদের সেখানে অবস্থান করতে না দিলে তাদের কিছুই করার নেই।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস