Connecting You with the Truth

রবীন্দ্র কাছারিবাড়ির দ্বিতল ভবনে ভয়াবহ ফাটল ধসে যেতে পারে মূলভবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি। কবিগুরুর কাছারিবাড়ির মূল ভবনের বিভিন্নস্থানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এমনকি ওই দ্বিতল ভবনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বমোট ৪টি কক্ষের মাঝামাঝি একই সমান্তরালে মারাত্মক ঝূঁকিপূর্ণ একটি ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে যে কোন সময় মূল ভবনের প্রথম তলার ছাদ ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। এজন্য তারা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আজাদ রহমান ফাটল সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ‘কবিগুরুর কাছারিবাড়ির সৌন্দর্য ও গুরুত্ব রক্ষার্থে সরকারের অনুসৃত নীতিমালা অবিলম্বে কার্যকর হওয়া উচিৎ। রবীন্দ্রনাথের কাছারিবাড়ি আমাদের পুরাকীর্তি। এর রক্ষণাবেক্ষণ সরকারের পবিত্র দায়িত্ব। আশা করি অতি সত্বর সরকার এ বিষয়ে যতœবান হবেন। ‘বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নাছিম উদ্দিন মালিথা সাংবাদিকদের জানান, ‘শাহজাদপুরের গৌরবের প্রধান ৩টি বিষয়-হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর মাজার ও মখদুমিয়া জামে মসজিদ, বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছারিবাড়ি ও তাঁতশিল্প। এই ৩টি বিষয়ের মাধ্যমে শাহজাদপুর আন্তর্জাতিকভাবে পরিচিত ও গৌরবান্বিত।
শাহজাদপুরে কবিগুরুর কাছাড়িবাড়ি পরিদর্শন ও কাস্টেডিয়ান মো. মুজিবুর রহমানের সাথে আলাপ করে জানা গেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফাটলের বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে । এদিকে রবীন্দ্রভক্তরা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ।

Comments
Loading...