রাইস বাকেট চ্যালেঞ্জ’ এ সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক:
পৃথিবীজুড়ে অনেক সেলিব্রেটিদের মধ্যে শুরু হয়েছে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’। আর বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নিলেন ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ এ। এ চ্যালেঞ্জে তিনি গরীব দুঃখীদের মাঝে চাল বিতরণ করার অনুরোধ করেছেন। এর আগে সাকিবকে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ঃ‘আমরাই বাংলাদেশ’ এর সহ-প্রতিষ্ঠাতা আরিফ হোসাইন। এ চ্যালেঞ্জটি শুরু হয় ভারতে। সাকিব আল হাসান রাইস বাকেট চ্যালেঞ্জে অংশ নিয়ে এক দরিদ্র শিশুকে চাল দিয়ে সেই ছবি ফেসবুকে আপলোড করেন। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে অনুশীলন করে বেশ চনমনে ভাবে রয়েছেন দেশ সেরা এ অল-রাউন্ডার। তিনিও এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বেশ খুশি মনে। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। এর ফলে আসন্ন এশিয়ান গেমস এবং সফরকারী জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন দেশ সেরা এ অল-রাউন্ডার। দ. কোরিয়ার ইনচনে আসন্ন ১৭তম এশিয়ান গেমসকে সামনে রেখে মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। নেটে ব্যাটিং প্রাকটিসের সঙ্গে ফিল্ডিং প্রাকটিসও সেরে নেন তিনি।