Connecting You with the Truth

  রাঙ্গুনিয়ায় ভূমি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমি বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে। সোমবার রাত ১০টার দিকে রাঙ্গুনিয়ার উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন চমেকের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. বাশার জানান, ভূমি বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষেরই ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গুলিবিদ্ধ ১২ জন হলেন- বখতেয়ার (২৫), কাঞ্চন (১৮), সেকান্দর (২০), জমিস (২৬), সিদ্দিক (২২), ইউসুফ (২৮), রাহাত (২৭), হান্নান (২৫), রোমেন (১৯), আমির হোসেন (২৪), মহসিন (১৮) ও রাশেদ (১৮)। তবে এ বিষয়ে কোন পক্ষই এখন পর্যন্ত কোন মামলা করেছেন বলে জানা যায়নি।

Comments
Loading...