Connecting You with the Truth

রাজধানীতের এক কোটি টাকার জাল নোট উদ্ধার; গ্রেফতার ৫

fake-tkডেস্ক রিপোর্ট: রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় অগ্রণী ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবদুর রশিদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন-রুবিনা বেগম, ফাতেমা বেগম, দুলাল ও সরোয়ার আলম।
বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আবদুর রশিদ অগ্রণী ব্যাংকের অফিস সহকারী ছিলেন। চাকরি থেকে অবসরের সময় তিনি জুনিয়র কর্মকর্তা হিসেবে অবসর নেন। তিনি এই সিন্ডিকেটের মূলহোতা। বনশ্রীর একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কাগজ, সুতা, কালি, ডাইস, স্ক্যানার, ডিজাইন, নিয়ে একটি কারখানা স্থাপন করেছেন। সেখানে জাল নোট তৈরি করে সিন্ডিকেটের সদস্যদের দিয়ে বেচা-কেনা করেন।

Comments
Loading...