রাজধানীতে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
রাজধানীতে পৃথক ঘটনায় তিন জনের মুত্যু। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২২), মো. লিটন (২০) এবং মো. কালাম (২৫) গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশের ক্যা¤প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২২) কামরাঙ্গিচরের পশ্চিম রসূলপুর, ট্যানারি পুকুরপাড়ে পরিবারের সাথে বাস করতেন। নিহতের ভাই সেলিম জানান, সাদ্দাম স্ত্রীর সাথে অভিমান করে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আÍহত্যা করে। পরে তাকে আহত অবস্থা উদ্ধার করে ঢামেনে নিয়ে আসলে বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া মো. লিটন (২০) উত্তর যাত্রাবাড়িতে অবস্থিত রহমানিয়া অ্যালুমিনিয়ামের কর্মচারী ছিল। নিহতের সহকর্মী ফারুক জানান, বৃষ্টির সময় কারখানার টিনের চালে উঠে ময়লা পরিস্কার করছিল। হঠাৎ পা পিছলিয়ে সে নিচে পড়ে যায়। এ সময় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে ঢামেকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে, মো. কালাম (২৫) শনির আখড়া যাত্রাবাড়ি এলাকার নিজের চায়ের দোকান চালাতো। নিহতের শ্যালক মো. শরীফ জানান, তিনি সায়দাবাদ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মুসলিম হোটেল গলিতে ফুটপাটে টঙ দোকানে চা বিক্রি করতেন। তার দোকানের পাশে বৃষ্টির পানি জমে। এ পানির মধ্যে বৈদ্যুতিক তারে শর্টসার্কিট লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মোজাম্মেল হক জানান, তিনটি লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।