রাজধানীর আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আশুলিয়া, ঢাকা:
শিল্পাঞ্চল আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে লাশটি ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার একটি ব্রীজের নিচে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বেলা সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যায় এবং পরে লাশ ঢামেক মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে যায়। উদ্ধারকালে লাশের পড়নে ছিল ফুল প্যান্ট ও ঘিয়ে রংয়ের চেক শার্ট। এ সময় লাশটির পাশ থেকে একটি গামছাও উদ্ধার করা হয়। লাশটির পরিচয় সনাক্তকরণে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসআই শফিকুল ইসলাম।