Connecting You with the Truth

রাজধানীর এক-তৃতীয়াংশ জনগণ বসবাস করেন বস্তিতে

slum picস্টাফ রিপোর্টার:
রাজধানী শহর ঢাকায় প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষের বসবাস। তাদের মধ্যে প্রতি তিনজনের একজন থাকেন বস্তিতে। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে ‘গণবন্ধু সামাজিক সংস্থা বাংলাদেশ’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাদার তেরেসা এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ এ তথ্য দেন। তিনি বলেন, বস্তিতে বসবাস করা যে কত অমানবিক, কত কষ্টের সেখানে না গেলে তা বোঝা যায় না। মাদার তেরেসা মানবতার সেবার জন্যই তার জীবন উৎসর্গ করেছেন। তিনি উপেক্ষিত মানুষের সেবায় আÍনিয়োগ করেছিলেন। আজকের সমাজে অনেক বিত্তবান আছেন, তাদেরও উচিত দুস্থদের সেবায় এগিয়ে আসা। ড. এমাজ উদ্দিন আরও বলেন, দারিদ্র্যকে আমরা এখনও জয় করতে পারি নি। মাদার তেরেসা নেই, কিন্তু সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছেন। তাদের উচিত মাদার তেরেসার মতো দুস্থদের পাশে থাকা। এ সময় বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, মাদার তেরেসা মানব কল্যাণে তার জীবন বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ আমরা বিদেশ থেকে লোক ডেকে এনে সম্মান দেই। কিন্তু মাদার তেরেসাকে সম্মান দিতে পারি না। এতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের সভাপতি দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

Comments
Loading...