রাজবাড়ির লক্ষিকোলে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী পালিত
রাজবাড়ি প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রাজবাড়ির লক্ষিকোলে হরিসভ মন্দিরেও যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। জন্মষ্টমী উপলক্ষে রাজবাড়ি জেলা প্রসাসন, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মষ্টমী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ি ০১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এই রাজবাড়ীতে হিন্দু-মুসলিমের ভিতরে কোন দাঙ্গা হাঙ্গামা নেই। আমার সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। যার যে ধর্ম সে পালন করবে এতে কারো বাঁধা দেয়ার কোন অধিকার নাই। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক সাথে বসবাস করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুন্নাহার চৌধুরি লাভলী মাননীয় সংসদ সদস্য, (সংরক্ষিত মহিলা আসন) রাজবাড়ি। অন্যান্যদে মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মো. রেজাউল হক পুলিশ সুপার, রাজবাড়ি, জনাব গোপাল চন্দ্র দাস অতিরক্তি জেলাপ্রশাসক, সার্বিক, রজবাড়ি, জনাব এ্যাডঃ এম এ খালেক চেয়ারম্যান, উপজেলা পরিসদ রাজবাড়ি সদর, রাজবাড়ি, জনাব তোফাজ্জেল হসেন মিয়া মেয়র, রাজবাড়ি পৌরসভা, জনাব আশোক বাগচী সভপতী জেলা পূজা উদযাপন পরিষদ রাজবাড়ি, জনাব শিবুপাদ বিশ্বাস (মুক্তিযোদ্ধা) আহ্বায়ক, জেলা জন্মষ্টমী উযাপন কমিটি, রাজবাড়ি প্রমুখ। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জনাব মো. রাকিবুল ইসলাম খান।