রাজবাড়ীতে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক লীগের মানববন্ধন
সদর প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীতে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক লীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের উত্থাপিত দাবিগুলো হলো- গ্রাহক অনুযায়ী বর্তমান সেটআপ সংশোধনের পূর্বের সকল নিয়োগ বন্ধ করতে হবে। ৮৩তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক পোষ্যদের নিয়োগ দিতে হবে। সরকারি সাপ্তাহিক ছুটির দিনে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শ্রমিক কর্মচারীদের অভারটাইম দিতে হবে। বিউ বো এর ন্যায় ৪০০ ইউনিট বিদ্যুৎ বিল রেয়াত প্রদান করতে হবে। ১৮ মাসের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। পিচ রেট শ্রমিক কর্মচারীদের অবিলম্বে আত্মীয়করণ করতে হবে। এছাড়াও সকল প্রকার বেতন বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরা হয়। ওজোপাডিকো শ্রমিক নেতারা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুসারে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত কাজ করার পরেও, জরুরি প্রয়োজনে তাদের বাড়তি কাজ করতে হয়। তাছাড়া সরকারি ছুটির দিনেও তাদের কাজ করতে হয়। কিন্তু তার কোন বেতন ভাতা প্রদান করা হয় না, দেওয়া হয়না কোন ঝুঁকি ভাতাও।