Connecting You with the Truth

রাজবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠি

RAJBARI SPORTS NEWS PIC  21 FEBরিয়াজুল করিম, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৬ এর পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২ দিনব্যাপী এ প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী ও মনজ্ঞো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নৃত্যের তালে তালে অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান পৃষ্ঠপোষক ও তত্ত্বাবধায়নে ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি ও বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যানুরাগী দেলোয়ারা আকবর।
এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিনাত আরা।
স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রাণী বৈদ্য। এ সময় তিনি বিদ্যালয়ের জমি নিয়ে জটিলতার সমাধান ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কম্পিউটার দাবী করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুল হক, জেলা পরিষদ প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আব্দুল কাইয়ুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভপাতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজের অধ্যক্ষ মাহবুব আহম্মেদ, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মির্জা মোঃ আসিফ আকবর নিবির, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারিমিস সুলতানা ।
সর্বিক তত্বাবধায়নে ছিলেন ঢাকা দি স্কাই ট্রেডার্স লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক মিসেস শামসুন্নাহার নীলা।
আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা। পড়ে একই মঞ্চে সন্ধ্যায় এক মনজ্ঞো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Comments
Loading...