Connecting You with the Truth

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ওই ঘটনায় হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে আনোয়ারা বেগমের সঙ্গে তার স্বামী হাবিবুর রহমানের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে বাড়িতে রাখা হাঁসুয়া দিয়ে হাবিবুর তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যায়। এ ঘটনায় গ্রামবাসী হাবিবুর রহমানকে আটক করে দূর্গাপুর থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে গ্রামবাসী হাবিবুর রহমানকে পুলিশে সোপর্দ করে। দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হাবিবুর রহমানকে আটক করে থানায় রাখা হয়েছে।

Comments
Loading...