Connecting You with the Truth

রাজৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

madaripur

মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- উপজেলার শ্রীনদী গ্রামের মো. বিল্লাল হোসেন (৩৫), রাজৈর সানেরপাড় গ্রামের বেলাল শেখ (৫০) ও জেলা সদরের শিরখারা গ্রামের মোয়াজ্জেমের ছেলে সালাউদ্দিন (৩৫)।
শুক্রবার দুপুরে উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের বড় ব্রিজ নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments
Loading...