Connecting You with the Truth

রাডার ফাঁকি দিতে সক্ষম হেলিকপ্টার তৈরি করল ইরান

Toufan-2প্রতিরক্ষা শিল্পে উত্তরোত্তর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার তৈরি করছে ইরান৷ নবনির্মিত হেলিকপ্টারগুলি রাডার ফাঁকি দিতে সক্ষম বলে জানিয়েছে ইরানের এক সিনিয়র সেনা কর্মকর্তা৷

পুরনো হেলিকপ্টারগুলো সংস্কারের পাশাপাশি প্রতিরক্ষা খাতে আগামী দিনের প্রয়োজনের কথা বিবেচনা করে নতুন তিন মডেলের হেলিকপ্টারের ডিজাইন সম্পন্ন করেছে আইএইচএলআরও। এই তিন মডেলের মধ্যে একটি হেলিকপ্টার শত্রুর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে৷ ইরানের হেলিকপ্টার্স লজিস্টিক্স অ্যান্ড রেনুভেশন অর্গানাইজেশন বা আইএইচএলআরওয়ের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আলী আহমাদাবাদি এই খবর জানিয়েছেন৷

১৪ টি আসন বিশিষ্ট হালকা-ভারী ‘হোমা’ হেলিকপ্টারটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে৷আর দু’ঞ্জিনবিশিষ্ট ৮ আসনের ‘সাবা’ হেলিকপ্টার নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও এটি দিয়ে দুর্যোগের মুহূর্তে ত্রাণ ও উদ্ধার কার্য চালানো যাবে৷ ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আলী আরও বলেছেন, ইরান প্রতিরক্ষাখাতে  সক্ষম প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না বরং নিছক আত্মরক্ষার স্বার্থেই প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করছে শুধুমাত্র৷

Comments
Loading...