Connecting You with the Truth

রাণীরবন্দরে সিএমইএসের স্বাস্থ্য মেলা

চিরিরবন্দর, দিনাজপুর:
সম্প্রতি দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে সিএমইএসের স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস)’ এর রাণীরবন্দর ইউনিটে মেলার আয়োজন করে। মেলায় অংশগ্রহণ করেন ডা. হেলেন রাণী পাল (গাইনি), ডা. আহসান হাবিব (দন্ত), ডা. আজাহার আলী প্রমুখ। মেলায় বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করেন সিএমইএসের ইউনিট অর্গানাইজার নীহার রঞ্জন দাস, নুরুন্নাহার খাতুন ও অরবিন্দু দাস।

Comments
Loading...