Connecting You with the Truth

রাণীশংকৈল রাতোর ইউনিয়নে পল্লী বিদ্যুতের লাইন নির্মান কাজে অনিয়মের অভিযোগ

রাণীশংকৈল, ঠাকুরগাও:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বাবুরিয়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ৩.৮৫ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া, গোপিনাথপুর, লক্ষীপুর ও কুমুরিয়া গ্রামের লটের বিওকিউ-২৭৬.০৫, সিরিয়াল নং-১৮, লট নং-১৪০৩৭ এর আওতায় ৩.৮৪৫ কিঃমিঃ লাইনে ২৮৮টি আবাসিক, ১টি মসজিদ ও চারটি সেচ পাম্পের লাইন নির্মান কাজে মাষ্টার প্ল্যান অনুযায়ী কাজ আরম্ভ করা হয। কাজ আরম্ভ করা হলেও জরিপ অনুযায়ী ০৬টি আবাসিক ও ৩টি সেচ পাম্পের সংযোগ কাজ বাদ দিয়ে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে ১,৪৫০০০/ হাজার টাকার বিনিময়ে মালিভিটা গ্রামে বিদ্যুৎ লাইন নির্মান কাজ করা হয় যা মাষ্টার প্ল্যানের আওতাভুক্ত নয় বলে অভিযোগ এনেছেন বীর মুক্তিযোদ্ধা ছত্রমোহন রায়। উৎকোচ গ্রহণ করে ঘুষ দুর্নীতি অনিয়মের বিচার চেয়ে দুর্ণীতি কমিশন, ঠাকুরগাও, ঠাকুরগাও প্রেস ক্লব, ঠাকুরগাও, আরইবি চেয়ারম্যান খিলক্ষেত ঢাকা ও মুক্তিযোদ্ধা সংসদ মন্ত্রণালয় ঢাকা বরাবরে অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। এ অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। খুব শীঘ্রই এর সুষ্ঠু সমাধান দাবি করেছেন রাতোর ইউনিয়নের বাসিন্দারা।

Comments
Loading...