বিনোদন ডেস্ক:
অভিনেত্রী পরীমণির জন্য চলচ্চিত্র নির্মাতা রানার স্ত্রী সাথী আÍহত্যা করার চেষ্টা করেছিলেন বলে খবর রটেছে। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে চলছে গুঞ্জন। জানা গেছে, ২০ আগস্ট পূবাইলের কলেজগেইট এলাকার একটি শ্যুটিং স্পটে পরিচালক জুটি অপূর্ব-রানা তাদের নতুন ছবি ‘পুড়ে যায় মন’ এর শ্যুটিং করছিলেন। ওই শ্যুটিং স্পটে এসে হাজির হন রানার স্ত্রী সাথী। তিনি নাকি রানার তৃতীয় স্ত্রী। তিনি শ্যুটিং স্পটে এসে চিৎকার করতে থাকেন এবং অভিযোগ করেন, পরীমণির সঙ্গে রানার প্রেম আছে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে স্বামী-স্ত্রী হাতাহাতিও হয়। এসবের জের ধরে এক সময় শ্যুটিং স্পটেই আÍহত্যার চেষ্টা করেন সাথী। ওই ছবির প্রযোজক শরীফ, নায়ক সাইমন এবং চিত্রগ্রাহক পনিরসহ শ্যুটিং স্পটের অনেকেই তখন সাথীকে বাধা দিলে তিনি আর আÍহত্যা করতে পারেননি। এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। পরীমণির সঙ্গে রানার প্রেম চলছে এমন একটি গুঞ্জনও শোনা যায় ফিল্মপাড়ায়। রানার সঙ্গে প্রেমের কারণেই নাকি অপূর্ব-রানার ৭টি ছবিতে পরীমণিকে নায়িকা হিসেবে নিয়েছে তারা।