রানালদোকে বাইরে রেখে পর্তুগালের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
ইউরো-২০১৬ কোয়ালিফাই থেকে পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে স্কোয়াডের বাইরে রেখে দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ পাউলো বেন্তো। ফিটনেস সমস্যা থাকায় ইউরোপ সেরাকে দলে রাখা হয়নি। গত মৌসুম থেকেই রোনালদো হাঁটুর সমস্যায় ভুগছেন। ব্রাজিল বিশ্বকাপেও ইনজুরি তাকে সমস্যায় ফেলেছিল। তারপরও লা লিগার প্রথম ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন কর্দোভার বিপক্ষে। কিন্তু বেন্তোর দলে ঠাঁই মেলেনি রোনালদোর। ৭ সেপ্টেম্বর গ্র“প ‘আই’ এ আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ব্যালন ডি’অর জয়ীকে রাখা হয়নি। এ প্রসঙ্গে বেন্তো বলেন, ‘রোনালদোর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। সে নিয়মিত ভাবে খেলতে না পারায় তাকে দলের বাইরে রাখা হয়েছে।’ আলবানিয়ার বিপক্ষে রোনালদোর জায়গা না হলেও বেন্তোর ২৪ জনের দলে ডাক পেয়েছেন রোনালদোর রিয়াল সতীর্থ পেপে এবং ফ্যাবিও কোয়েন্ত্রাও।
পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: এদুয়ার্দো, অ্যান্থনি লোপেজ, রুই প্যাট্রোসিও।
ডিফেন্স: আন্দ্রে আলমেইদা, ভিটোরেনো, ফ্যাবিও কোয়েন্ত্রাও, রেকার্ডো কস্টা, নেতো, পেপে, জোয়াও পেরেইরা, রিউবেন ভেজো।
মিডফিল্ড: উইলিয়াম কারভালহো, আন্দ্রে গোমেজ, রাউল মেইরেলেস, জোয়াও মোউতিনহো, আদ্রিয়েন সিলভা, পেদ্রো তিবা, মিগুয়েল ভেসো।
ফরোয়ার্ড: ব্র“মা, ইডার, রিকার্ডো হোরতা, ইভান কাভালেইরো, ন্যানি, ভিয়েরিনহা।