রানীর চাওয়া অবশ্যই আমি করব উইনফ্রের মতো অনুষ্ঠান
বিনোদন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘দি অপরা উইনফ্রে টক শো’ করে জনপ্রিয় হন অপরা উইনফ্রে। বলিউড অভিনেত্রী রানী মুখার্জি এই শোর একজন বড় ভক্ত। ভবিষ্যতে সুযোগ পেলে এই ধরনের একটি শো করার ইচ্ছার কথা জানান তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে রানীকে প্রশ্ন করা হয়েছিলো যে তাকে যদি কখনো তার সহ অভিনেতা ও বন্ধু আমির খানের মতো শো করতে বলা হয় তিনি তা করবেন কিনা। উত্তরে রানী বলেন, ‘অবশ্যই আমি করব। তবে আমি অপরা উইনফ্রের মতো একটি অনুষ্ঠান করতে চাই। একটি অনুষ্ঠান তখনই ভালো হয় যখন সেখানে ভিন্ন শ্রেনীর মানুষরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে।’ রানী সম্প্রতি তার ‘মারদানি’ ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।