রানীশংকৈলে বিএনপি সমর্থিত ৪২ নেতাকর্মীর আ.লীগে যোগদান
রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২৮ আগস্ট সন্ধ্যায় আ.লীগ কার্যালয়ে বিএনপির সমর্থিত ৪২ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা আ.লীগ সভাপতি সাইদুল হকের সভাপতিত্বে উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন ৪২ জনকে দলীয় শপথ বাক্য পাঠ করান। জানা গেছে, এ উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদমপুর ও নিয়ানপুর গ্রামের বিএনপি সমর্থিত আ: রহীম, মফিজুল ইসলাম, জুয়েল প্রমুখসহ ৪২ জন নেতাকর্মী আ:লীগে যোগদান করেছেন। এ সময় সফিকুল আলম, জাহাঙ্গীর আলম, কামাল, আ: রহিম মেম্বার ও হানিফাসহ ২ শতাধিক আ.লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।