রামগঞ্জে পলাতক ৪ আসামী আটক
রামগঞ্জ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
রামগঞ্জ পৌরসভার নন্দনপুর ও কলচমা ওয়ার্ডে পৃথক পৃথক অভিযান চালিয়ে বুধবার রাতে জি আর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামীদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, খোকা হোসেন (১৮), সবুজ (২০), জহির হোসেন (৩৩) ও মোশারফ হোসেন (৩৫)।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক ২টায় নন্দনপুর ওয়ার্ডের সাতারপাড়া ও কলচমা ওয়ার্ডের কলচমা এলাকা থেকে তাদের আটক করে। জানা যায়, আটককৃত খোকা হোসেন, সবুজ ও জহির সাতারপাড়া গ্রামের এমরান হোসেন, বরকত উল্লাহ ও মৃত দেলোয়ার হোসেনের পুত্র এবং মোশারফ হোসেন কলচমার আবুল হোসেনের পুত্র।