রামগতিতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে লাকি বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। গতকাল দুপুরে উপজেলার সবুজ গ্রামের বাংলাবাজার এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ করা হয়। দুই সন্তানের জননী লাকি বেগম ওই গ্রামের মো. হান্নারের স্ত্রী এবং ভোলার দৌলতখান উপজেলার আবদুল মালেকের মেয়ে। প্রতিবেশিরা জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী হান্নান স্ত্রীকে প্রায়ই মারপিট করতেন। বুধবারও শারীরিক নির্যাতন করে। সকালে বসতঘরের আড়ার সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে, ঘটনার পর থেকে স্বামী হান্নান পলাতক। নিহতের বাবা আবদুল মালেকের অভিযোগ, তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আÍহত্যা ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।