Connecting You with the Truth

রামোস ক্যাসিয়াস রোবট নয়

s-1
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় পরপর দুই ম্যাচ হেরে সমালোচনা শুনতে হয়েছিল রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। এবার তার পাশে এসে দাঁড়ালেন স্বদেশী এবং ক্লাব সতীর্থ সার্জিও রামোস। রামোস সমালোচকদের মুখ বন্ধ করে দিতে জানালেন, ক্যাসিয়াস রোবট নয়। লা লিগায় ছন্দে না থাকায় তারা হেরেছে বলেও মনে করেন এ স্প্যানিস তারকা। রামোস বলেন, ‘আমি বিশ্বের সেসব মূর্খ সমালোচকদের সঙ্গে ক্যাসিয়াসকে নিয়ে ঝামেলায় জড়াতে চাই না। আমরা ক্যাসিয়াসকে নিয়েই প্রমাণ করে দিতে চাই যে, আমরাই ইউরোপ সেরা ক্লাব।’ রিয়ালের হয়ে ২৯০ ম্যাচ খেলা ২৮ বছর বয়সী ডিফেন্ডার রামোস আরো বলেন, ‘ক্যাসিয়াস রোবট নয় যে, প্রতিটি বলকে রুখে দিবে। সে জানে প্রতিযোগিতায় কিভাবে টিকে থাকতে হয়। আর একজন পেশাদারী ফুটবলারের সেটিই করা উচিৎ।’ সমর্থকদের নিরাশ না হতে অনুরোধ জানিয়ে স্পেনের হয়ে ১২২ ম্যাচ খেলা রামোস জানান, ‘আমরা পেশাদারী ফুটবলার। আমরা জানি আমাদের কোথায় ভুল হচ্ছে। আপনারা আমাদের বুঝতে চেষ্টা করুন। আমরা ভুল শুধরে খুব দ্রুতই ফিরে আসব। আপনাদের আবারো জয়ের ধারায় নিয়ে যাব।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের খেলায় রামোস-ক্যাসিয়াসের রিয়াল ৫-১ গোলের জয় পেয়েছে বাসেলের বিপক্ষে।


Comments
Loading...