Connecting You with the Truth

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একমত ইউরোপীয় নেতারা

ক্যামেরনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী কয়েকজন ইউরোপীয় নেতা প্রেসিডেন্ট ভ্যান রম্পুই, চ্যান্সেলর মের্কেল, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং প্রধানমন্ত্রী রেনজির সঙ্গে যৌথ আহ্বানে অংশ নিয়েছেন”।

তারা ইউক্রেইনের প্রেক্ষাপটে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং এ পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চুক্তি করার জন্য আলোচনা করেছে বলে জানান তিনি।

মুখপাত্র বলেন, ইউরোপীয় কমিশনের অফিসিয়াল জার্নালে প্রকাশিত হওয়ার পর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তারা চুক্তিবদ্ধ হয়েছে। এটি এ সপ্তাহ শেষেই প্রকাশিত হবে।

ইইউ কূটনীতিকরা বুধবার বলেছেন, জার্মানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের পক্ষে হলেও অন্যান্য ইইউ দেশগুলো এর বিপক্ষে। কারণ, ইউক্রেইনে যুদ্ধবিরতি চলছে।

Comments
Loading...