Connecting You with the Truth

রাশিয়ার বিরুদ্ধে ‘সরাসরি এবং প্রকাশ্যে আগ্রাসন’ চালানোর অভিযোগ

এর ফলে রণক্ষেত্রে দু’পক্ষের লড়াইয়ে ভারসাম্য আমূল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেইনের সেনাবাহিনী বড় ধরনের পরাজয়ের শিকার হচ্ছে।

দেশের পূর্বাঞ্চলে লুহান্সক শহরের কাছে গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর থেকে সেনাদেরকে সরিয়ে আনা হয়েছে এবং ওই স্থানে সেনারা রাশিয়ার ট্যাংক বাহিনীর সঙ্গে লড়ছিল বলে জানিয়েছে ইউক্রেইন সেনাবাহিনী।

দক্ষিণেও একটি অঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে পিছু হটেছে ইউক্রেইনের সেনারা। সেখানেও বিদ্রোহীরা রাশিয়ার সশস্ত্র যানের সহায়তা নিয়ে লড়াই করেছে বলে অভিযোগ কিয়েভ এবং এর মিত্র পশ্চিমা দেশগুলোর। এ পরিস্থিতিতে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর উপর পর্যায়ে রদবদলের ঘোষণা দিয়েছেন পোরোশেঙ্কো।

রাশিয়া বরাবরই পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের কোনোরকম সহায়তা দেয়ার কথা অস্বীকার করে আসছে।

কিন্তু পোরোশেঙ্কো তার বক্তব্যে আবারো অভিযোগ করে বলেছেন, যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে রাশিয়া বিদ্রোহীদেরকে সহায়তা করে যাচ্ছে।

কিয়েভে একটি সামরিক একাডেমিতে এক বক্তব্যে তিনি বলেন, “প্রতিবেশী একটি দেশ থেকে ইউক্রেইনের বিরুদ্ধে সরাসরি এবং প্রকাশ্যে আগ্রাসন শুরু হয়েছে। এতে করে রণক্ষেত্রের পরিস্থিতি আমূল পাল্টে গেছে”।

Comments
Loading...