রাষ্ট্রপতি কর্তৃক অ্যাওয়ার্ড পেলেন মহেশপুরের কৃতি সন্তান এ্যাড. নান্নু মিয়া
মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি:
মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে অধিক সম্মানিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড-২০১৩ পেলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান এ্যাড. মো. নান্নু মিয়া।
গত ২৯ মার্চ বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউজিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ্যাড. মো. নান্নু মিয়ার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। ইউজিসির চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত এ্যাডভোকেট মো. নান্নু মিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ দেশীয় এবং আন্তর্জাতিক আইন গবেষণায় নিয়োজিত আছেন।