Connecting You with the Truth

রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন হোল ভালুকায়

ভালুকা প্রতিনিধি:

“নিরাপদ চলাচলের জন্য উপযোগী রাস্তা চাই ও তা হওয়া চাই অবশ্যই পাকা”- এ দাবিতে গত শনিবার জামিরদিয়া আ. গণি বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন করা হয়। আ. গণি মাস্টার আদর্শ হাইস্কুল, রেনেসাঁ কিন্ডার গার্টেন, আ. ছালাম প্রি-ক্যাডেট স্কুলসহ ৭টি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন ময়লা পানির ভিতর দিয়ে আসতে হচ্ছে ক্লাসে। কোন দিন আবার ভেজা শরীরেও ক্লাস করতে হচ্ছে স্কুল শিক্ষার্থীদের। মানববন্ধনে রাস্তা পাকাকরণের দাবিতে বক্তব্য রাখেন আ. গণি মাস্টার আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আফজালুর রহমান, রেনেসাঁ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. দারুল ইসলাম, আব্দুর রশিদ, জিয়াউর রহমান প্রমুখ। এসময় তারা অভিযোগ করেন এলাকাটি শিল্পের দিক থেকে খুবই উন্নত কিন্তু রাস্তাঘাটের কোন উন্নতি হচ্ছে না। তাই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।

Comments
Loading...