রিয়ালে ছিলেন ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক:
নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, গত মৌসুমে রিয়াল মাদ্রিদে তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই থেকেছিলেন। রোনালদোর সঙ্গে ভাল বন্ধুত্ব ছিল বলেই তিনি রিয়াল ছাড়তে চান নি। ২০১৩ সালে ডি মারিয়া রিয়াল ছেড়ে অন্য কোনো ক্লাবে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ দিনের বন্ধু রোনালদোকে ছেড়ে যেতে তার মন চায়নি বলে জানান ডি মারিয়া। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার বেশ ভাল বন্ধুত্ব ছিল। গত মৌসুমে তার জন্য রিয়ালে ছিলাম আমি। এজন্য তাকে ধন্যবাদ জানাই। রিয়ালে থেকে আমি লা ডেসিমা জিতেছি। এটা আমার অনেক বড় পাওয়া।’ নতুন ক্লাব প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘আমি উৎফুল্ল ম্যান ইউতে আসতে পেরে। মাদ্রিদ ছেড়ে এখানে এসে কোনো চাপ অনুভব করছি না। প্রিমিয়ার লিগে আমি অনেক দামী খেলোয়াড় এটা বুঝতে পারছি।’ রিয়াল মাদ্রিদের হয়ে ১২৪ ম্যাচ খেলা বেনিফিকার সাবেক এ উইঙ্গার প্রিমিয়ার লিগকে অনেক কঠিন বলে মানছেন। ২৬ বছর বয়সী এ তারকা বলেন, ‘প্রিমিয়ার লিগ অনেক কঠিন একটি স্থান। স্প্যানিস ফুটবল থেকে এখানে ভিন্ন পদ্ধতিতে খেলা হয়। আমাদের ক্লাবের কোচ ভ্যান গাল আমাকে বলেছেন যত দ্রুত সম্ভব সব কিছু মানিয়ে নিতে।’ ম্যান ইউয়ের হয়ে অভিষেক ঘটেছে ডি মারিয়ার। অভিষেক ম্যাচে ম্যান ইউ গোল শুন্য ড্র করেছে বার্নলির বিপক্ষে।