Connecting You with the Truth

রিয়াল শক্তিশালী দল: আনচেলত্তি

s-3স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পৃথিবীর সবচেয়ে ‘শক্তিশালী দল’ বলে মন্তব্য করেছেন দলটির কোচ কার্লোস আনচেলত্তি। ক্লাব বিশ্বকাপ, উয়েফা লিগ ও কোপা দেলরে’র মতো তিন তিনটি শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০১৪ সাল দারুণ কাটিয়েছে লস গ্যালাক্টিকোসরা। এসব কিছু মিলিয়েই ছাত্রদেরকে দুনিয়ার সব থেকে শক্তিশালী ফুটবল দল হিসেবে মানছেন শিক্ষক আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটের আনচেলত্তি .বলেন, ‘২০১৫ সালে আমরা সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্যই খেলবো। আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল রয়েছে এবং আমরা সবকিছু করতেই অত্যন্ত আÍবিশ্বাসী।’ গত ১২ মাস দারুণভাবে উপভোগ করেছেন উল্লেখ করে রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস বলেন, ‘২০১৫ সালে আরো কিছু শিরোপা জিততে পারলে সেটা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। আর এই মুহূর্তে আমরা এমন এক দলের কথা বলছি, যে দলটির বেশিরভাগ সদস্য তরুণ বয়সে শুরু করেছে এবং এখন তারা অভিজ্ঞ।’ ক্যাসিয়াস আরো বলেন, ‘আমি মনে করি, দলের প্রত্যেক পজিশনে এখন সেরা খেলোয়াড়রা রয়েছেন। তাই আমরা সবকিছু সম্ভব করার প্রত্যাশা করতেই পারি।’ উল্লেখ্য, রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

Comments
Loading...