Connecting You with the Truth

রুবেলের সাথে কথা বললেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক:Akram-Rubel
ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। কারাগারে প্রেরনের দু’দিন বাদে বিসিবির পক্ষ থেকে কেউ দেখতে এলেন জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই বোলারকে। এ দিনই রুবেল হোসেনের বাবা-মাও কারাগারে তাকে দেখতে আসেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আকরাম জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রুবেলের সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। পরে কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী তাদেরকে দেখা করার ব্যবস্থা করে দেন। এ সময় প্রায় ৩০ মিনিট আকরাম খান রুবেল হোসেনের সঙ্গে কথা বলেন। অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে আÍসমর্পণ করে জামিন চান রুবেল। শুনানি শেষে বেলা পৌনে একটার দিকে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন রুবেলের আইনজীবী। অন্যদিকে হ্যাপিও আদালতে উপস্থিত ছিলেন। রুবেলের জামিনের আবেদনের বিরোধিতা করেন তার আইনজীবী। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন দেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) এ জামিননামা সিএমএম আদালতে দাখিল করেছিলেন রুবেল।

Comments
Loading...