রুশ প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক!
‘আমি পদত্যাগ করছি। সরকারের পদক্ষেপে আমি লজ্জিত। আমি দুঃখিত…।’ রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এমন পোস্ট দেখে অনেকে হয়তো আকাশ থেকে পড়ে ভেবেছিলেন ক্রেমলিনকেন্দ্রিক রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি হয়েছে। তবে খানিকবাদেই ওই অ্যাকাউন্টের আরেকটি পোস্ট সেই ভাবনার অস্ত ঘটালো। আসল খবর হলো, রুশ প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিলো অজ্ঞাত দুর্বৃত্তরা। হ্যাক করার পর অ্যাকাউন্টটি থেকে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত ওই মেসেজটি পোস্ট করে। পরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা হ্যাকারদের কবল থেকে অ্যাকাউন্টটি উদ্ধার করেন। মেদভেদেভকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল বলে অভিযুক্ত করে থাকে রাশিয়ার ইউরোপপন্থি রাজনীতিকদলগুলো। ওই রেশ ধরে হ্যাকাররা বিভ্রান্তিকর টুইটে আরও লেখে, ‘আমি অনেকদিন ধরেই তোমাকে বলতে চাইছিলাম। ভোভা, তুমি ভুল করছো!’ পরে অবশ্য, অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে উদ্ধারের পর নতুন পোস্ট দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই পোস্টে জানানো হয়, দুর্বৃত্তরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।