রূপসী অপর্ণার পরের মিশনটি রূপালিপর্দাতে
বিনোদন ডেস্ক:
অপর্ণা ঘোষ ছোটপর্দার প্রিয়দর্শিনী অভিনেত্রী যেন সমান জনপ্রিয় রূপালিপর্দাতেও। তবে এই অভিনেত্রী যেন দিন দিন আরও বেশী সুন্দরী এবং রূপবতী হয়ে উঠছেন। অপূর্বের বিপরীতে ঈদের একটি নাটকে তার পরিবর্তিত লুকটি যেন সবাইকে অবাকই করেছে। সাদামাটা অপর্ণা ঘোষ হয়ে উঠেছেন আরও বেশী আকর্ষণীয়। তবে এই রূপের রহস্য কী? তবে রূপের রহস্য সম্পর্কে এই অভিনেত্রী মুখ না খুললেও অনুমান করাই যাচ্ছে ক্যারিয়ারে গ্রাফটি যত বেশী উপরের দিকে ধাবিত হচ্ছে তার প্রশান্তি যেন তার চেহারায় ফুটে উঠছে। এ সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ বর্তমানে ধারাবাহিক ও খণ্ড নাটকে শ্যুটিং করছেন। অভিনয় করছেন চলচ্চিত্রেও। তিনি একে একে ‘থার্ড পারসন সিক্সগুলার নাম্বার’, ‘মৃত্তিকার মায়া’, ‘টু বি কন্টিনিউড’ এবং ‘মেঘমল্লার’নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। এবার ক্যারিয়ারের পঞ্চম চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। ছবির শিরোনাম ‘সুতপার ঠিকানা’। আগামী সপ্তাহে এ ছবির শ্যুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন প্রসুন রমহান। এ ছবিতে অপর্ণা প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। একটি মেয়ের জীবনের নানা গতি প্রকৃতি নিয়েই ছবির গল্প গড়ে উঠেছে। বর্তমানে তিনি এই ছবির পড়ছেন। এ প্রসঙ্গে অপর্ণা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও বড়পর্দাই আমার প্রধান লক্ষ্য। তাই দেখে-শুনে-বুঝে তবেই চলচ্চিত্রে কাজ করছি। আমার কাছে প্রায়াই ছবির প্রস্তাব আসে। কিন্তু আমার কাছে গল্পের মান পছন্দ না হওয়ার অভিনয় করতে সম্মত হই না। এ ছবিটির সবকিছুই আমার ভালো লেগেছে। আশা করছি এ ছবিতে অভিনয় করেও দর্শকদের মন জয় করতে পারব।’