রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তার ‘ঝালমুড়ি’র গল্প
বিনোদন ডেস্ক:
এনটিভির জন্য নির্মাতা রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা যৌথভাবে নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’। এতে অভিনয় করছেন, তাওসিফ মাহবুব,অ্যালেন শুভ্র, মুমতাহিনা টয়া, সুমন পাটওয়ারী, মৌটুসী বিশ্বাস, সালমান মুক্তাদির, তাসনুভা তিশা, শবনাম ফারিয়া, সাফা কবির, মারিয়া নূর, আইরিন আফরোজ, জোভান, সাঈম সাদাত, আনন্দ খালেদ, রবিন, সৌমিক আহমেদ, সিফাত, মিঠু, মাসুদ রানা, মিঠু, শহিদুল আলম, সাবেরী আলম, ওয়াসিম, ইউসুফা, সুজাত শিমুল, কাজী উজ্জল প্রমুখ। নাটকটি নিয়ে রনি বলেন, ‘ঝালমুড়ি-তে টক-ঝাল-মিষ্টি-মজা সবই মিলিত থাকে একই সঙ্গে । কয়েকজন তরুণ-তরুণীর জীবনের সুখ-দু:খ-হাসি কান্নার মিলিত রুপেরই প্রতিফলন হচ্ছে এ নাটকের গল্প।’