রোনালদোর দল ছাড়তে ইচ্ছা প্রকাশ
স্পোর্টস ডেস্ক:
একদিকে রোনালদোর দল ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ, অন্যদিকে মৌসুমের শুরুতেই তিন ম্যাচে দুই হার। যার ফল পয়েন্ট টেবিলে দ্বাদশ স্থানে নেমে যাওয়া। সব মিলিয়ে রিয়ালের ঘাড়ে যেন শনির দশা ভর করেছে। গতকাল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রোনালদোরা হেরেছে ২-১ গোলে। ঘরের মাঠে দশম মিনিটেই পিছিয়ে পড়ে বর্তমান ইউরোপ সেরা রিয়াল। স্পেনের মিডফিল্ডার কোকের কর্নারে হেড করে গোল করেন পর্তুগালের মিডফিল্ডার থিয়াগো। ১৫ মিনিট বাদে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। সমতায় ফিরে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ লড়াই করে রোনালদো-বেনজেমারা। কিন্তু কয়েকটি সহজ সুযোগ মিসের কারণে ১-১ স্কোর নিয়েই বিরতিতে যেতে হয় তাদের। বিরতি থেকে ফিরে রিয়াল আরো কয়েকটি সুযোগ হারানোর পর ৭৬তম মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় অ্যাটলেটিকো। ডি বক্সের ডান দিক থেকে স্পেনের ডিফেন্ডার হুয়ানফ্রানের আড়াআড়ি পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান বদলি হিসেবে নামা তুরস্কের মিডফিল্ডার তুরান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল।