Connecting You with the Truth

রোনালদোর সমর্থন পেরেজকেই

s-14
স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজের সঙ্গে রোনালদোর সম্পর্কটা ভাল যাচ্ছে না এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। রোনালদোর সাবেক সতীর্থ ডি মারিয়াতো বলেই ফেলে ছিলেন রিয়ালে আর বেশি দিন হয়তো থাকবেন না রোনালদো! তবে গুঞ্জনটা সত্যি হলো না। রোনালদো সাফ জানিয়ে দিলেন তিনি সমর্থন করছেন পেরেজকেই। ফেইসবুক অ্যাকাউন্টে রোনালদো পোস্ট করেছেন, ‘আমার মন্তব্য ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি প্রেসিডেন্টের কথা শুনেছি। আর আমি তাকে ১০০ ভাগ সমর্থন জানাচ্ছি।’ রোনালদো অবশ্য জানালেন হয়তো তিনি প্রেসিডেন্টের জায়গায় থাকলে অন্যভাবে কাজ করতেন। তবে পেরেজের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তার। তিনি বলেন, ‘আমি যা চিন্তা করি সবসময় তা আমি বলতে পারি না। আমি সভাপতি হলে সবকিছু এভাবে হয়তো করতাম না। কিন্তু তিনি যখন মনে করছেন নতুন খেলোয়াড় দলে নেয়া প্রয়োজন তখন তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করতেই হবে।’ আর পেরেজের সঙ্গে সম্পর্কের বিষয়ে রোনালদো জানান যে তাদের সম্পর্কটা দারুণ।

Comments
Loading...