Connect with us

খেলাধুলা

রোনালদো, রামোস প্রেসিডেন্টকে অনুরোধ ডি মারিয়ার জন্য

Published

on


স্পোর্টস ডেস্ক:
এ মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেডে তাদের ক্লাবে ভিড়াতে চাচ্ছে। তবে, রিয়ালের সতীর্থরা তাকে ম্যান ইউয়ের কাছে বিক্রি না করতে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে অনুরোধ জানিয়েছে। ডি মারিয়ার জন্য রিয়ালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং সার্জিও রামোস প্রেসিডেন্টকে অনুরোধ জানান। বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট ম্যান ইউয়ের নতুন ম্যানেজার লুই ভ্যান গাল কিছুদিন আগে জানিয়েছিলেন, তার দলে একজন বিশ্বসেরা উইঙ্গার প্রয়োজন। আর তার চোখ পড়ে রিয়ালের ডি মারিয়ার উপরে। এ মৌসুমে রিয়ালে নতুন করে নাম লিখিয়েছে বিশ্বকাপের গোল্ডেন বুট প্রাপ্ত কলম্বিয়ার তারকা স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। নিজের সুবিধা জানাতেই হয়তো ডি মারিয়া চেয়েছিলেন রিয়াল ছাড়তে। সে সুযোগ কাজে লাগাতে ম্যান ইউ ডি মারিয়াকে দলে ভেড়াতে মরিয়া। একদিকে ডি মারিয়াকে দলে ভেড়াতে চায় রেড ডেভিলরা আর অন্যদিকে রিয়ালের সতীর্থরা ছাড়তে চায় না তাকে। এমন একটি অবস্থার মধ্যে ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি জানিনা ডি মারিয়া নিজে কি সিদ্ধান্ত নিয়েছে। তবে, এটুকু বলে রাখি, সে আমার দলের খেলোয়াড়। আর তাকে আমি নতুন মৌসুমে কাজে লাগাতে চাই। আশা করি অন্যান্য খেলোয়াড়দের মতো সে আমাদের সঙ্গেই থাকবে।’ এবার গুঞ্জন উঠেছে, ম্যান ইউ ডি মারিয়াকে ক্লাবে নিতে বেশ বড় অঙ্কের প্রস্তাব করেছে রিয়ালের কাছে। ক্লাবের রেকর্ড পরিমান ট্রান্সফার ফি (প্রায় ৫৬ মিলিয়ন পাউন্ড) দিতে রাজি হয়েছে। ডি মারিয়ার ব্যাপারে রিয়ালের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে রয়েছে ম্যান ইউ, এমনটাও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে, রিয়াল কি করবে তা এখন আনুষ্ঠানিক ভাবে জানায় নি। ২৬ বছর বয়সী আর্জেন্টাইন এ তারকা ফুটবলার রিয়ালে যোগ দেন ২০১০ সালে। বেনিফিকার সাবেক এ তারকা রিয়ালের হয়ে খেলেছেন ১২৪টি ম্যাচ। এ ক্লাবের হয়ে জিতেছেন ২০১৩-১৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২০১৪ সালের উয়েফা সুপার কাপ, ২০১১-১২ মৌসুমের লা লিগা, ২০১০-১১ এবং ২০১৩-১৪ মৌসুমের কোপা দেল রে, ২০১২ সালের সুপার কোপার শিরোপা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *