রোবেনের একার নৈপুণ্যে জয় পায় ভাবারিয়ানরা
স্পোর্টস ডেস্ক:
বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে শুভসূচনা করল গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়া›জ এরিনায় আরিয়েন রোবেন ও থমাস মুলারের গোলে উলফসবার্গের বিপক্ষে ২-১ এ জয় পায় ভাবারিয়ানরা। এ ম্যাচে নিজের দারুন আধিপত্য দেখান ডাচ তারকা রোবেন। বিরতিতে যাওয়ার আট মিনিট আগে তার অসাধারণ একটি পাস থেকে গোল করেন মুলার। আর বিরতির পর নিজেই একটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। তবে তার পাঁচ মিনিট পরে ইভিকা ওলিচের গোলে ব্যবধান কমায় উলফসবার্গ। এরপর জুনিয়র মালান্দাকে বাম দিক থেকে ডি বক্সে বল বাড়ান আরনল্ড। বায়ার্নের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে গোলপোস্টে শট নেন মালান্দা। তার নেওয়া এ শটটি বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের পায়ে লাগার পর ক্রসবারে লেগে ফিরে আসে। আবার বল পান মালান্দা। একেবারে ফাঁকা অবস্থায়। পায়ের আলতো টোকা দিলেও পোস্টের পাশ দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। শেষ দিকে উলফসবার্গের মালান্দার এ সহজ গোলের সুযোগ নষ্ট হলে ম্যাচে আর ফিরতে পারেনি গতবার লিগে পাঁচ নম্বর হওয়া দলটি।