Connecting You with the Truth

রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজী বীজ বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত জাতের পানি সহনশীল আমন ধান ও সবজী বীজ বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে কৃষিউদ্যোক্তা এরশাদ আলীর নিজেস্ব অর্থায়নে রৌমারী ও রাজিবপুর উপজেলার ৫শ’ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্ততিক ও ক্ষুদ্রকৃষকের মাঝে উন্নত জাতের আমন ধান বীজ দুই থেকে পাঁচ কেজি ও বিভিন্ন জাতের উন্নত সবজী লাউ,সিম,যারসিম, টমেটো,বেগুন বীজের প্যাকেটসহ ৫শ’টি প্যাকেট বিতরণ করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী।
এ সময় উপস্থিত ছিলেন,দাতঁভাঙ্গা ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল হক মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষিউদ্যোক্তা এরশাদ আলী, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ।
বিনা ধান ১১,১২ জাতের আমন ধান বিশ থেকে পচিশ দিন বন্যার পানিতে ডুবে থাকলেও ধানের কোন ক্ষতি হয় না। আর্ন্তজাতিক স্বর্ন পদক প্রাপ্ত মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ,বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্ট্রিটিউট ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম এ জাতের ধানের উদ্ভবক।

Comments
Loading...