Connecting You with the Truth

রৌমারীতে সোনালী ব্যাংক বেতন-বোনাস না দেওয়ায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত ১০ পরিবার

কুড়িগ্রাম বাংলাদেশেরপত্র

শাহাদত হোসেন, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস সোনালী ব্যাংক লি. রৌমারী শাখা না দেওয়ায় ঈদের আনন্দ থেকে ১০টি পরিবার বঞ্চিত হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, আগস্ট মাসের বেতন ও ঈদ-উল-আযহা উৎসব ভাতা বিল অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার স্বাক্ষরিত বিল নিয়ে অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর সোনালী ব্যাংকে জমা দিতে গেলে ম্যানেজার বিল জমা নিতে অপারগতা প্রকাশ করে বলেন ব্যাংকে টাকা নেই।
অত্র কলেজের প্রভাষক মো. ফেরদৌস আলী বলেন, আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে এখন পরিবার পরিজন নিয়ে কিভাবে ঈদ করবো জানিনা সরকার বেতন বোনাস দিলেও ব্যাংক আমাদের দেয়নি।
এ বিষয়ে সোনালী ব্যাংক লি. রৌমারী শাখার ব্যবস্থাপক শ্হা মো: নাজমুল হুদা বলেন ব্যাংকে টাকা নাই। ইউএনও ফোন করে আমাকে বলেছে কিন্তু ব্যাংকে টাকা না থাকলে রাষ্ট্রপতি ফোন করলেও বিল দেওয়া সম্ভব না।

Comments
Loading...