Connecting You with the Truth

র‌্যাংকিংয়ে চিলিসের উন্নতি

s-5
স্পোর্টস ডেস্ক:
সদ্য শেষ হলো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তিতে নতুন করে টেনিস খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করলো এসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)। পুরুষ এককে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করেছেন অখ্যাত ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিস। আর রার্নাস-আপ হয়েছেন জাপানের কাই নিশিকোরি। ১৬তম স্থানে থেকে ইউএস ওপেন শুরু করা চিলিস উঠে এসেছেন নবম স্থানে। উন্নতি হয়েছে নিশিকোরিরও। ১১তম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। আর যথারীতি শীর্ষ তিন স্থান ধরে রেখেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ, স্পেনের রাফায়েল নাদাল ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার। র‌্যাংকিং-এ হেরফের না হলেও শীর্ষ এই তিন খেলোয়াড়েরই পয়েন্ট কমেছে।

শীর্ষ খেলোয়াড়ের র‌্যাংকিং দেয়া হলো : (পুরুষ)
বর্তমান র‌্যাংকিং পূর্বের র‌্যাংকিং খেলোয়াড় দেশ পয়েন্ট
১ ১ নোভাক জকোভিচ সার্বিয়া ১২২৯০
২ ২ রাফায়েল নাদাল স্পেন ৮৬৭০
৩ ৩ রজার ফেদেরার সুইজারল্যান্ড ৮০৩০
৪ ৪ স্তানিসলাস ওয়ারিঙ্কা সুইজারল্যান্ড ৫৬২৫
৫ ৫ ডেভিড ফেরার স্পেন ৪৪৯৫
৬ (+১) ৭ টমাস বার্ডিচ চেক প্রজাতন্ত্র ৪২৪০
৭ (-১) ৬ মিলোস রাওনিক কানাডা ৪২২৫
৮ (+৩) ১১ কাই নিশিকোরি জাপান ৩৮৭০
৯ (+৭) ১৬ ম্যারি চিলিস ক্রোয়েশিয়া ৩৮৪৫
১০ (-২) ৮ গ্রিগর দিমিত্রোভ বুলগেরিয়া ৩৭১০

Comments
Loading...